এই জীবনে যে কটিদিন পাবো
এখন তো আকাশ ছোট হতে হতে
ফল্স সিলিং হযেছে ,
আর জানলা ছোট হতে হতে উইন্ডস সেভেন |
প্রেমিক হতে চেয়ে এতটা পেশাদার আজকাল অনেকেই হয় |
তবে যে একবার তোমায় দেখেছে
তার পক্ষে সুবিন্যস্ত থাকা শক্ত |
সে বিপদ এড়াতে
তোমায় ওয়ালপেপার করে দেবে কেউ
আমি দেখতে পারবোনা |
রবীন্দ্রসংগীতের মতো আশ্রয় দিয়েছ
আর ভদকার মত মিষ্টি হ্যাংওভার
তেন্ডুলকর |
প্রতীক বন্দ্যোপাধ্যায়
No comments:
Post a Comment